সস্ত্রীক হামাচাং বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ডা. নয়নময়, আশ্বাস দিলেন পূর্ণ সহযোগিতার
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সদরের দুর্গম হামাচাং এলাকায় চলতি বছরের ১লা জানুয়ারি স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর চেষ্টায় ৭২ জন শিক্ষার্থী নিয়ে গড়ে উঠা ‘হামাচাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা ও তার সহধর্মিনী দীঘিনালা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সুষ্মিতা ত্রিপুরা।

গত ২৩ নভেম্বর শনিবার বিকেলে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তারা শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ শেষে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে সৌজন্য স্বাক্ষাতকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যালয়ের বারান্দা নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ডা. নয়নময় ত্রিপুরা। এসময় তিনি শিক্ষা ক্ষেত্রে হামাচাং এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হামাচাং এর মত একটি দুর্গম এলাকার শিশু-কিশোররা নিজ এলাকায়, শহরে কোলাহল থেকে দূরে সুন্দর ও সু-শৃঙ্খল পরিবেশে পাঠদানের যে সুযোগ পাচ্ছে তা কাজে লাগিয়ে ভবিষ্যতে শিশুদের মেধার বিকাশ ঘটাতে হবে। আর এ বিষয়ে তিনি সর্বাত্নক সহযোগীতা করবেন বলেও জানান।
সৌজন্য স্বাক্ষাতকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পূর্ণ ভূষন ত্রিপুরা ও সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা, চেঙ্গী কাঁশবন হাসপাতালের ব্যবস্থাপক আশাপূর্ণ ত্রিপুরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোরা মনি ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম সদর উপজেলা শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হামাচাং ও আশপাশের অন্তত ৯-১০টি গ্রামের শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে ছিল অনেকটাই বঞ্চিত। হাতেগোনা কয়েকজন শিশু কষ্ট করে দূরবর্তী বড়গ্রাম ও কুকিছড়া প্রাথমিক বিদ্যালয়ে গেলেও বাকিদের সে সুযোগ হয়নি। পরবর্তীতে স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর চেষ্টায় ৭২ জন শিক্ষার্থী নিয়ে চলতি বছরের ১লা জানুয়ারি পথচলা শুরু হয় হামাচাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বর্তমানে জেলা সদরের ২৩৮ নম্বর মৌজার হামাচাং, সাজেপাড়া, আমলাই হাদুক, রাস্তা হাদুক, তৈক্লা হাদুক, ছোটপাড়া, সিভিল হাদুক, কুকিছড়াসহ কয়েকটি গ্রামের উপজাতি শিশুদের শিক্ষিত হবার ঠিকানা এই হামাচাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
