মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা রাবার বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও টি-শার্ট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পণ্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর অধীন অযোধ্যা বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন পলাশপুর জোন অধিনায়ক ও খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় শাড়ি ও টি-শার্ট স্থানীয় চোরাকারবারিরা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আনছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা পণ্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।