বান্দরবানে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক যুবদল নেতা অপহরণের অভিযোগ
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকা থেকে সদ্য ঘোষিত জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. ফয়সাল হোসেনকে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। সোমবার (১৬ জুন) সন্ধ্যা প্রায় ৮টা ৪০ মিনিটে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের ও দলীয় সূত্রে জানা গেছে।
ফয়সাল অপহরণের কিছুক্ষণ পর তার মোবাইল ফোন থেকে কর্মচারীকে একটি বার্তা পাঠানো হয়, যেখানে তিনি জানান, পাঁচজন পাহাড়ি যুবক তাকে ধরে লেমুঝিরি এলাকায় নিয়ে যাচ্ছে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, কোনো উপজাতি সশস্ত্র গ্রুপ তাকে অপহরণ করে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত মুক্তিপণের জন্য কোনো দাবি পাওয়া যায়নি।
বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম বলেন, “আমাদের নেতাকে প্রকাশ্যেই অপহরণ করা হয়েছে। সে নিজেই অপহরণের আগে বার্তা পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।”
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ না আসলেও অপহরণের তথ্য আমরা পেয়েছি এবং তদন্ত চলছে।”
স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক মহল ফয়সাল হোসেনের অপহরণের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তার মুক্তি ও অপহরণকারীদের সনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তারা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার শিথিলতা ও সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বান্দরবানসহ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক সময়গুলোতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি ও অপতৎপরতা বাড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা শঙ্কা ছড়িয়ে পড়েছে।
সচেতন মহল আশা করছেন, প্রশাসন দ্রুত বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফয়সাল হোসেনকে নিরাপদে উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
