এমআইএসটি-তে ফ্রেশার্স ডে ২০২৫ উদযাপন
 
                 
৮৬০ নবাগত শিক্ষার্থীর অংশগ্রহণ, উদ্বোধন করেন কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ
নিউজ ডেস্ক
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ফ্রেশার্স ডে ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চলতি শিক্ষাবর্ষে এমআইএসটি’র ১১টি বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আর্কিটেকচার বিভাগে মোট ৮৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৭৩ জন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য।
জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রেজেন্টেশন ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সামনে এমআইএসটি-এর একাডেমিক ও প্রশাসনিক কাঠামো তুলে ধরা হয়। অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থী ও নবাগতদের মধ্য থেকে কয়েকজন তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেন। উপস্থিত অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি সন্তোষ ও আস্থার কথা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “শৃঙ্খলা, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে নিজেকে গড়ে তোলার বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এরোনটিক্স, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এতে এমআইএসটি’র বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এই আয়োজনকে নতুন শিক্ষাবর্ষের একটি অনুপ্রেরণামূলক সূচনা হিসেবে অভিহিত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
