লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা
 
                 
নিউজ ডেস্ক
শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের উদ্যোগে “সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ” বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় চিত্তবিনোদন মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, “সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সমাজের সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ। পরিবার ও সমাজের ভেতর থেকেই পরিবর্তন সূচিত হতে পারে।”
তিনি আরও বলেন, “পার্বত্য অঞ্চলের সামাজিক বন্ধন ও সহাবস্থানের পরিবেশকে শক্তিশালী করতে সেনাবাহিনী নিয়মিতভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এই কর্মশালা তারই অংশ।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়নের অধিনায়ক নবকুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সেনাবাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, হেডম্যান-কার্বারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাজে ইতিবাচক বার্তা পৌঁছেছে
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সচেতনতামূলক কর্মশালার মাধ্যমে পার্বত্য এলাকার জনগণের মধ্যে পারিবারিক ও সামাজিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বাড়বে এবং সহনশীল, শান্তিপূর্ণ ও সম্প্রীতির সমাজ গঠনে অনুপ্রেরণা মিলবে।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার মাধ্যমে পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি, নিরাপত্তা ও সামাজিক সংহতি প্রতিষ্ঠা সম্ভব বলে মত দেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
