সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা: সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা: সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা: সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার গুইমারায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন বৃহস্পতিবার (১৯ জুন) নানা ধরনের সহায়তা প্রদান করেছে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে।

সিন্দুকছড়ি জোন সদরে আয়োজিত এই সহায়তা কার্যক্রমে হতদরিদ্র নারী-পুরুষদের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙে পড়া ঘর পুনর্নির্মাণে ঢেউটিন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, এবং অসুস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই সহায়তা তুলে দেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইসমাইল সামস আজিজি।

‘সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান’

এ সময় জোন অধিনায়ক তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে। আমরা পার্বত্য এলাকার প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চাই। দলমত-নির্বিশেষে সবাইকে সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে শান্তি রক্ষা করতে হবে।”

তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “পাহাড়ে অনেক কষ্টে জীবন চলে। সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।” শিক্ষাসামগ্রী পেয়ে খুশি শিক্ষার্থীরাও।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।