বগুড়ায় কিশোর গ্যাংবিরোধী সেনা অভিযান: দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইলসহ দুইজন আটক
 
                 
নিউজ ডেস্ক
বগুড়ার শাখারিয়া ও চালিতাবাড়ি এলাকায় কিশোর গ্যাংবিরোধী ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ককটেল বোমা এবং ছিনতাইকৃত মোবাইল ফোনসহ দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ২৩ জুন বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল চালিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল উদ্ধার করে। এরপর সেই অভিযানের সূত্র ধরে আজ ২৫ জুন রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ফের কৌশলগতভাবে আরেকটি অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার করা হয় ২৬টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন। এসময় কিশোর গ্যাংয়ের সক্রিয় দুই সদস্য—আসিফ ও শাওনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও জব্দ করা মালামাল যথাযথ প্রক্রিয়ায় পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, বগুড়ার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উত্থান এবং অস্ত্রের সহজলভ্যতা সম্প্রতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে পরিস্থিতির উন্নয়ন এবং জনআস্থার প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
