সুপ্রদীপ ও কংকন চাকমার অপসারণ দাবিতে খাগড়াছড়িতে ত্রিপুরা-মারমা নাগরিক সমাজের বিক্ষোভ

সুপ্রদীপ ও কংকন চাকমার অপসারণ দাবিতে খাগড়াছড়িতে ত্রিপুরা-মারমা নাগরিক সমাজের বিক্ষোভ

সুপ্রদীপ ও কংকন চাকমার অপসারণ দাবিতে খাগড়াছড়িতে ত্রিপুরা-মারমা নাগরিক সমাজের বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমার অপসারণের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে ‘ত্রিপুরা-মারমা সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় বরাদ্দকৃত খাদ্যশস্য ও আর্থিক সহায়তার ক্ষেত্রে সুপ্রদীপ চাকমা ও কংকন চাকমা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে অনিয়ম ও বৈষম্য করছেন। এ ছাড়া, ত্রিপুরা ও মারমা জনগোষ্ঠীকে পার্বত্য অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও প্রকল্প থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত রাখা হচ্ছে বলেও অভিযোগ উঠে।

সমাবেশে সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি-মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা বলেন, “অবিলম্বে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমাকে অপসারণ করতে হবে। অন্যথায় এক সপ্তাহের মধ্যে বিক্ষুব্ধ জনগণ অবরোধসহ কঠোর আন্দোলনে নামবে।”

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সরোজ কান্তি ত্রিপুরা, আব্রে মারমা, মারমা যুব নেতা ইঞ্জিনিয়ার ক্যরী মগ, যুব নেতা উজ্জল মারমা, মহিলা নেত্রী মউক্রাচিং মারমা, অংগ্য মারমা ও চাইহ্লাপ্রু মারমা।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদে নিয়োগ ও প্রশাসনিক বণ্টন নিয়ে পাহাড়ে সম্প্রতি ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। ত্রিপুরা ও মারমা নেতৃবৃন্দের এই বিক্ষোভ সেই অসন্তোষেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।