চট্টগ্রামে র্যাবের হাতে ইউপিডিএফ সন্ত্রাসী সুজন বড়ুয়া গ্রেপ্তার
 
                 
নিউজ ডেস্ক
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ইউপিডিএফের (প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন) সক্রিয় সশস্ত্র সদস্য সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুজন বড়ুয়ার গ্রামের বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায়। তিনি পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের নানা সহিংস কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি তিনি চট্টগ্রামে অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর র্যাব সদস্যরা নির্দিষ্ট নজরদারির মাধ্যমে বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র্যাব জানিয়েছে, গ্রেপ্তারের সময় সুজন বড়ুয়ার কাছ থেকে ইউপিডিএফের ইউনিফর্ম পরিহিত অবস্থায় অস্ত্রসহ ছবি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, হত্যাসহ নানা সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত একটি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। পাহাড়ে নিরাপত্তাবাহিনীর সন্ত্রাসবিরোধী শক্ত অবস্থানের কারনে এ ধরনের সশস্ত্র সন্ত্রাসীদের মেট্রোপলিটন এলাকায় আশ্রয় নেওয়া নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
