চট্টগ্রামে সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলের আয়োজনে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা

চট্টগ্রামে সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলের আয়োজনে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা

চট্টগ্রামে সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলের আয়োজনে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরের পতেঙ্গা, হালিশহর ও পাহাড়তলী থানার জেলেপাড়াগুলোর বাসিন্দাদের জন্য হালিশহরের বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুল কর্তৃক বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বেলা ১১টা থেকে দিনব্যাপী চিকিৎসা সেবা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় তাদের।

প্রথম দিন জেলেপল্লী এবং রানি রাসমনি ঘাট এলাকার দেড়শতাধিক মানুষ চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি হয়েছেন।

May be an image of 4 people, hospital and text

জেলেপাড়া থেকে চিকিৎসাসেবা নিতে আসা দিপ্তী দাশ বলেন, স্বামীর অল্প আয়ে কোনো রকম সংসার চলে। ভালো ডাক্তার দেখাতে পারি না। তাই স্যারদের (সেনাবাহিনীর) এখানে চিকিৎসা নিতে আসলাম। কিছু ওষুধ এখান থেকে ফ্রি দিয়েছেন উনারা।

এমন আয়োজন নিয়মিত হলে আমাদের উপকার হবে।

May be an image of 2 people and text that says 'ভষধ ও চিকিৎসা সহায়তা रिरसনा প্রদান আর্টিলারি সেন্টার ও সকুল रमম'

এক প্রশ্নের জবাবে আর্টিলারি সেন্টার ও স্কুল কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আ ফ ম আতিকুর রহমান বলেন, চলমান ‘ইন এইচ টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন’র অংশ হিসেবে আমাদের এই হেলথ ক্যাম্প। এবার আমরা সবাইকে ক্যাম্পে এনে বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করছি। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।