সেনাবাহিনীর অভিযানে সিলেটে ৪ হাজার কেজি ভারতীয় ফ্রোজেন মাংস জব্দ, আটক ৫

সেনাবাহিনীর অভিযানে সিলেটে ৪ হাজার কেজি ভারতীয় ফ্রোজেন মাংস জব্দ, আটক ৫

সেনাবাহিনীর অভিযানে সিলেটে ৪ হাজার কেজি ভারতীয় ফ্রোজেন মাংস জব্দ, আটক ৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের চোরাচালান প্রতিরোধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় ৪ হাজার কেজি ফ্রোজেন গরুর মাংস জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকাল তিনটার দিকে ২৭ বীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের হরিপুর গ্যাসফিল্ড আর্মি ক্যাম্প থেকে পরিচালিত আভিযানিক দলটি তামাবিল-সিলেট মহাসড়কের চিকনাগোল শুক্রবারী বাজার সংলগ্ন রামেশ্বর এলাকায় এ অভিযান চালায়।

অভিযানে একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ১৬০টি কার্টনে থাকা মোট ৪ হাজার কেজি ফ্রোজেন মাংস উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনের ওজন ছিল ২৫ কেজি। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এসব মাংস সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত থেকে এনে ঢাকার যাত্রাবাড়ীর একটি কোল্ড স্টোরেজে সরবরাহের পরিকল্পনা ছিল পাচারকারীদের।

আটককৃত ব্যক্তিরা হলেন—জৈন্তাপুর উপজেলার কহাইগড় এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪৫), রামেশ্বর এলাকার সেতু দেবনাথ (৩৫), হেমু মুকামপাড়া গ্রামের আবদুল্লাহ (৩১), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. রাব্বানী (২৩) এবং আকাশতারা গ্রামের ট্রাক হেলপার মো. শুভ (১৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালানের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে উদ্ধারকৃত মাংস, ট্রাক ও মাইক্রোবাসসহ জব্দকৃত সব আলামত এবং আটককৃত ব্যক্তিদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে পশু ও মাংস পাচার রোধে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই অভিযান তারই অংশ হিসেবে বড় ধরনের সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।