বাঘাইছড়িতে অবৈধভাবে পাচারকালে ১৮৫ কেজি আগর কাঠ জব্দ করল বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি সদস্যরা ১৮৫ কেজি অবৈধ আগর কাঠ জব্দ করেছে। ৭ জুলাই (সোমবার) মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।
গোপন সূত্রের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আল মাহমুদ খান এর নেতৃত্বে চেকপোস্ট সংলগ্ন এলাকায় ফাঁদ পাতা হয়। কিছুক্ষণ পর তিনটি মোটরসাইকেলে আগর কাঠ বহনকারী ব্যক্তিরা চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। পরিস্থিতি আঁচ করতে পেরে চোরাকারবারীরা তড়িঘড়ি করে চার বস্তা আগর কাঠ ফেলে পালিয়ে যায়।
জব্দ করা আগর কাঠের ওজন ১৮৫ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৫৫ হাজার টাকা। অভিযানে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও ঘটনাস্থলে ফেলে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এ কার্যক্রম আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।”
উল্লেখ্য: পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় আগর কাঠ ও অন্যান্য চোরাচালানি পণ্যের অপ্রতুল নজরদারি দীর্ঘদিনের সমস্যা হলেও বিজিবির চলমান তৎপরতায় তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
