খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা
 
                 
নিউজ ডেস্ক
পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল পর্যন্ত উপজেলার দুটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন শতাধিক পানিবন্দি পরিবার।
এই পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত দীঘিনালা জোনের উদ্যোগে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
সেনা কর্মকর্তারা জানান, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। সেনাবাহিনী দুর্গতদের পাশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক সহায়তার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
এদিকে, আশ্রয় কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবারের পাশাপাশি শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, খাগড়াছড়িতে প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে এমন দুর্যোগ দেখা দিলেও স্থায়ী ব্যবস্থার ঘাটতি দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে তোলে বলে মনে করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
