খাগড়াছড়ির মানিকছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৪২ ক্যান বিয়ার, ৩৮ বোতল হুইস্কি ও ৫ বোতল ভদকা জব্দ করা হয়। এসব মাদকের বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

অভিযান-পরবর্তী সময়ে জব্দকৃত বিদেশি মদের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। একইসঙ্গে তারা জানিয়েছে, পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

উল্লেখ্য, পার্বত্য এলাকায় সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলো দিয়ে দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালান চালানোর অপচেষ্টা চলে আসছে। সেনাবাহিনীর এ ধরনের তৎপরতা ওইসব অপচেষ্টা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।