আলীকদমে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন: ২২৩ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে এবং মেনদনপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর এই মেডিক্যাল ক্যাম্পেইনে ৫৫ জন পুরুষ, ৯০ জন নারী ও ৭৮ জন শিশুসহ মোট ২২৩ জনকে চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাম্পেইন চলাকালে আলীকদম জোনের মেডিক্যাল অফিসার আগতদের ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দেন এবং এসব রোগ থেকে সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়ন বজায় রাখতে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিকল্প নেই।
সেনা কর্মকর্তা আশ্বাস দেন, ভবিষ্যতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সঙ্গে তিনি শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে মানবিক সহায়তা ও সেবামূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর অবদান স্থানীয় জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
