বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ট্রলারসহ আটক ৬ শ্রীলঙ্কান জেলে
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রীলঙ্কার একটি ট্রলারসহ ৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরীয় এলাকায় নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে নিয়মিত টহলের অংশ হিসেবে একটি যুদ্ধজাহাজ বুধবার (১৬ জুলাই) সেন্টমার্টিনের ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এলাকায় ‘এসএলএফভি সুদু দুয়া-৪’ নামের একটি শ্রীলঙ্কান মাছধরা ট্রলারকে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করতে দেখে। পরে তল্লাশি চালিয়ে ট্রলারসহ ৬ শ্রীলঙ্কান জেলেকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ট্রলারটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মূল্যবান টুনা মাছ শিকারের চেষ্টা করছিল। ওই এলাকা মূলত টুনা মাছের বিচরণক্ষেত্র হওয়ায় এটি একটি সংরক্ষিত এবং গুরুত্বপূর্ণ মৎস্য অঞ্চল হিসেবে বিবেচিত।
নৌবাহিনী সূত্রে আরও জানানো হয়, আটক জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশের সমুদ্রসীমায় সীমিতসংখ্যক বৈধ ট্রলার অনুমোদিতভাবে মাছ ধরার সুযোগ পেলেও প্রতিবেশী দেশের কিছু অসাধু জেলে বারবার অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। নৌবাহিনীর এই ধরপাকড় এসব অনুপ্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
