সিলেট ও সুনামগঞ্জে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

সিলেট ও সুনামগঞ্জে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

সিলেট ও সুনামগঞ্জে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একদিনেই প্রায় ছয় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

আজ শুক্রবার (১৮ জুলাই) ভোরে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা সীমান্ত এলাকায় টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা।

সিলেট ও সুনামগঞ্জে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

প্রায় প্রতিদিনই সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য ঢুকে আসার চেষ্টা হচ্ছে। বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে এসব রোধে কাজ করছে।

শুক্রবার দুপুরে ৪৮ বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, চোরাচালানে জড়িতদের ধরতেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।