ধর্ষণকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলছে: খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ৬ সংগঠনের অভিযোগ

ধর্ষণকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলছে: খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ৬ সংগঠনের অভিযোগ

ধর্ষণকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলছে: খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ৬ সংগঠনের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একটি মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ত্রিপুরা সম্প্রদায়ের ছয়টি সংগঠন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খাগড়াছড়িস্থ বাংলাদেশ ত্রিপুরা সংসদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ উত্থাপন করেন।

“ঘটনাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে”—সংগঠনগুলোর আশঙ্কা

সংবাদ সম্মেলনে ত্রিপুরা নেতৃবৃন্দ বলেন, “ত্রিপুরা জাতি শান্তিপ্রিয় এবং সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা কোনো গোষ্ঠীর উসকানিতে পা দিচ্ছি না। ধর্ষণের মতো জঘন্য ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তারা আরও জানান, অষ্টম শ্রেণির ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ ইতোমধ্যে চারজন ধর্ষককে গ্রেফতার করেছে। এছাড়া খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ভিকটিমের পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং সহায়তা হিসেবে এক লাখ টাকা প্রদান করেছেন।

“ধর্ষকের কোনো ধর্ম, দল বা জাতি নেই”

লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের আহ্বায়ক এডভোকেট ভিক্টর ত্রিপুরা, যুব ঐক্য পরিষদের সভাপতি বিপন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা এবং ত্রিপুরা যুব সংসদের সভাপতি রূপক ত্রিপুরা।

নেতৃবৃন্দ বলেন, “ধর্ষকদের কোনো সম্প্রদায়, ধর্ম বা দলীয় পরিচয় নেই। আমাদের সমাজে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যখন সবাই ধর্ষণের বিচার চাচ্ছে, তখন একটি চিহ্নিত গোষ্ঠী রাজনৈতিকভাবে সুবিধা নিতে একটি নির্দিষ্ট দলকে টার্গেট করে অপপ্রচারে লিপ্ত হয়েছে।”

তিন দফা দাবি তুলে ধরে আরও বলেন নেতারা

নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের সাথে জড়িত পলাতক দুই অভিযুক্তকে গ্রেফতার, ধর্ষিতার সুচিকিৎসা নিশ্চিত করা এবং ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। সেইসঙ্গে নিরাপরাধ জনগণের মাঝে ভীতি ছড়ানো ও বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ২৭ জুন খাগড়াছড়ির ভাইবোনছড়ায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।