সীমান্ত অপরাধ-চোরাচালান রোধে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সচেতনতামূলক প্রচারণা

সীমান্ত অপরাধ-চোরাচালান রোধে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সচেতনতামূলক প্রচারণা

চোরাচালান রোধে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সচেতনতামূলক প্রচারণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“চোরাচালান বন্ধ করি, দেশের অর্থনীতিকে স্বনির্ভর করি” — এমন বার্তা নিয়ে মাঠে নেমেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে জনসচেতনতা বাড়াতে ব্যাটালিয়নের উদ্যোগে পরিচালিত হচ্ছে ব্যাপক প্রচারণা কর্মসূচি।

আজ শুক্রবার (১৮ জুলাই) সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলীসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল কফিল উদ্দিন কায়েস।

এ সময় তিনি বলেন, “দেশকে নিরাপদ রাখতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে চোরাচালান, মাদক ও অবৈধ পারাপার প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “বিজিবির সীমিত জনবলের সাথে যদি স্থানীয়রা সচেতনভাবে সহযোগিতা করে, তাহলে সীমান্তবর্তী অপরাধ সহজেই দমন সম্ভব। দেশ ও মাতৃকার স্বার্থে সবাইকে একযোগে দায়িত্ব নিতে হবে, এবং সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

বিজিবির লিফলেটগুলোতে চোরাচালানের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির ভয়াবহতা ও অবৈধ পারাপারে মাইন বিস্ফোরণের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধভাবে মায়ানমার সীমান্ত পার হতে গিয়ে একাধিক স্থানীয় বাসিন্দা মাইন বিস্ফোরণে পঙ্গু হয়ে পড়েছেন। পাশাপাশি সীমান্তের কিছু যুবক চোরাচালানে জড়িয়ে পড়ছে বলে তথ্য রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত করে সীমান্ত নিরাপত্তা জোরদারে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।