কাশ্মীরে টিআরএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র
![]()
নিউজ ডেস্ক
রত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে অভিযুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (টিআরএফ) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। এই ঘোষণার পর এটিকে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি। খবর রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় টিআরএফকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ‘বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসী’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে ও পেহেলগামের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যায়বিচারের আশ্বাসকে নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর ভারত এটিকে স্বাগত জানিয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্ত খুবই সময়োপযোগী। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমনে ভারত ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতিফলন ঘটেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, টিআরএফ হলো পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বারই একটি ছায়া সংগঠন। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামের নৃশংস হত্যাকাণ্ড তাদেরই কাজ। টিআরএফ একাধিকবার ওই হত্যাকাণ্ডের দায় স্বীকারও করেছে। ভারত সন্ত্রাসবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।