অনুপ্রবেশকারীদের ধরপাকড় প্রসঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করলেন মোদি, মমতাকে কটাক্ষ

অনুপ্রবেশকারীদের ধরপাকড় প্রসঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করলেন মোদি, মমতাকে কটাক্ষ

অনুপ্রবেশকারীদের ধরপাকড় প্রসঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করলেন মোদি, মমতাকে কটাক্ষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘অনুপ্রবেশকারীদের জায়গা নেই। যারা বেআইনিভাবে ভারতে এসেছেন, তাদের বিরুদ্ধে সংবিধান মেনেই ব্যবস্থা নেওয়া হবে।’

ভারতজুড়ে চলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় ও নিজ দেশে প্রত্যর্পণ ইস্যুতে শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ সফরে এসে এভাবেই অনুপ্রবেশ প্রসঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করেছেন মোদি।

সম্প্রতি ভারতজুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় অভিযান শুরু করে ভারতের কেন্দ্রীয় সরকার। অভিযোগ ওঠে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাঙালিদের অনুপ্রবেশকারী বলে হেনস্তা করা হচ্ছে। একাধিক ক্ষেত্রে অভিযোগ ওঠে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে ধরপাকড় ও বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নাগরিকদের অবৈধ পথে বাংলাদেশে পুশব্যাক করছে ভারতীয় প্রশাসন।

এমন অবস্থায় বাঙালি হেনস্থার প্রতিবাদে গত বুধবার পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন পরিস্থিতিতেই আজ কয়েক ঘণ্টার বঙ্গ সফরে এসে অনুপ্রবেশ প্রসঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করার পাশাপাশি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে তোপ দাগেন প্রধানমন্ত্রী মোদি। বলেন, ‘টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে।’

শুক্রবার দুর্গাপুরের জনসভা থেকে মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গে কী হচ্ছে? নিজেদের স্বার্থে তৃণমূল পশ্চিমবঙ্গকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। সেজন্য এখানে অনুপ্রবেশে মদদ জোগানো হচ্ছে। অনুপ্রবেশকারীদের জাল নথিপত্র তৈরি করা হচ্ছে। এই কাজটার জন্য একটা পুরো সিস্টেম তৈরি করা হয়েছে। এই পশ্চিমবঙ্গ ও দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক। এটা বাংলার সংস্কৃতির জন্য বিপজ্জনক। কিন্তু তোষামোদের জন্য তৃণমূল সব সীমা অতিক্রম করে যাচ্ছে। যে কোনো ধরণের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না। বাংলার ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন।’

মোদি দাবি করেন, ‘আজ যখন দেশের সামনে তৃণমূলের মুখোশ খুলে গিয়েছে, তখন অনুপ্রবেশকারীদের পক্ষে নয়া কর্মসূচি শুরু করে দিয়েছে। দেশের সংবিধান এবং দেশের সাংবিধানিক সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ছে তৃণমূল। এখন তৃণমূল খোলাখুলি অনুপ্রবেশকারীদের সমর্থনে ময়দানে নেমে পড়েছে।’

হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, ‘আমি দুর্গাপুরের মাটি থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যে ভারতের নাগরিক নয়, যে অনুপ্রবেশ করে ভারতে এসেছে, তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী ন্যায়সম্মত পদক্ষেপ চালিয়ে যাওয়া হবে। বাংলার অস্মিতার বিরুদ্ধে যে ষড়যন্ত্রই হোক না কেন, সেটাকে সফল হতে দেবে না বিজেপি। এটা মোদির গ্যারান্টি।’

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্তা প্রসঙ্গে দুর্গাপুরে জনসভা থেকে মোদি দাবি করেন, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে সেখানে বাঙালিদের সম্মান করা হয়। বাংলা ভাষাকে সম্মান করা হয়। তিনি আরও দাবি করেন, বিজেপি জন্মের মূল বীজ তো বাংলায় আছে। বিজেপি সরকারের আমলেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান প্রদান করা হয়েছে বলে দাবি করেন মোদি।

রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন শিল্প খুলছে না, উল্টে যেগুলি চালু ছিল বন্ধ হচ্ছে৷ বাংলাকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে হবে৷ আপনাদের আমি ভরসা দিচ্ছি, বাংলাকে এই পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব৷ বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়৷

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।