সেন্ট মার্টিন উপকূলে কোস্ট গার্ডের অভিযানে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ পাচারকারী আটক
![]()
নিউজ ডেস্ক
সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
হারুন-অর-রশীদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর যৌথ দল সেন্ট মার্টিনের উপকূলবর্তী সমুদ্রে বিশেষ অভিযান চালায়। এ সময় ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ধাওয়া করে থামতে নির্দেশ দিলে তা অমান্য করে গভীর সমুদ্রে পালানোর চেষ্টা করে।
পরে এক ঘণ্টার ধাওয়ায় নৌকা দুটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা, ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেট ও ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ২ হাজার টাকা।’
কোস্ট গার্ড জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। দেশের নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।