ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বিকেল ৪টায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জাতিসংঘ অফিস স্থাপন সংক্রান্ত চারটি প্রধান আপত্তির কথা তুলে ধরেন বক্তারা।

শিক্ষার্থীরা বলেন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালু হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। পার্বত্য চট্টগ্রামের মতো স্পর্শকাতর এলাকায় তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিতে পারে বলে আশঙ্কা করা হয়। এর ফলে দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা বাড়তে পারে এবং একটি বৃহত্তর ভৌগোলিক ষড়যন্ত্র বাস্তবায়নের পথ সুগম হতে পারে বলেও মন্তব্য করেন তারা।

দ্বিতীয়ত, শিক্ষার্থীরা অভিযোগ করেন—জাতিসংঘ মানবাধিকার দপ্তর লিঙ্গ পরিচিতি ও সমকামিতার মতো বিষয়, যেগুলো বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলোকে শিক্ষা সিলেবাসে ঢোকানোর জন্য সরকারকে চাপ দিতে পারে। এতে শিক্ষাব্যবস্থা এবং সামাজিক কাঠামোতে অস্থিরতা দেখা দেবে বলে আশঙ্কা করা হয়।

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

তৃতীয় আপত্তি হিসেবে বলা হয়, যেসব দেশে জাতিসংঘ মানবাধিকার দপ্তর রয়েছে সেগুলোর আন্তর্জাতিক মর্যাদা সাধারণত নিম্নমানের। বাংলাদেশে এই কার্যালয় স্থাপন হলে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে এবং প্রবাসী বাংলাদেশিরাও আন্তর্জাতিকভাবে বিব্রতকর অবস্থায় পড়বেন।

শেষত, শিক্ষার্থীরা বলেন—জাতিসংঘ মানবাধিকার দপ্তরের কারণে ধর্ষণ ও হত্যার মতো অপরাধে প্রচলিত মৃত্যুদণ্ডের বিধান বাতিল বা শিথিল করার চাপ আসতে পারে। এর ফলে অপরাধের মাত্রা বাড়বে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্যোগ নিয়ে রাজনৈতিক ও বেসরকারি বিভিন্ন মহলে বিতর্ক ছড়িয়ে পড়েছে। ঢাবি শিক্ষার্থীদের এ বিক্ষোভ সেই সমালোচনার একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।