ঝিনাইদহে যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, বিপুল অস্ত্র ও যন্ত্রপাতি উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ মো. রফিকুল ইসলাম মৃধা (৩০) নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির যন্ত্রপাতি এবং দেশীয় ধারালো অস্ত্র।
গত ২৮ জুলাই সোমবার রাত আনুমানিক ৯টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথভাবে অভিযানটি পরিচালনায় অংশ নেয় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
অভিযান চলাকালে রফিকুল ইসলামের আস্তানা থেকে উদ্ধার করা হয় ২টি ওয়ান শুটার গান, ২টি পিস্তলের বডি, ২টি পিস্তলের ব্যারেল, একটি ওয়েল্ডিং মেশিন, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি এবং দেশীয় ধারালো অস্ত্র। আইন-শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, রফিকুল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ জনগণের উদ্দেশ্যে সেনাবাহিনী জানিয়েছে, কারও কাছে কোনো অপরাধমূলক তৎপরতা বা অবৈধ অস্ত্র সংরক্ষণের তথ্য থাকলে তা দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।