রামগড়ে উৎসবমুখর পরিবেশে ৪৩ বিজিবির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (রামগড় জোন) ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে।
কেক কাটা, বিশেষ দরবার, মিলাদ ও দোয়া মাহফিল, প্রীতিভোজসহ নানা কর্মসূচিতে মুখর ছিল পুরো ব্যাটালিয়ন সদর দপ্তর।

দিনের শুরুতে জাতীয় পতাকা ও বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল, যেখানে শহীদ মুক্তিযোদ্ধা এবং দায়িত্বপালনরত বিজিবি সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদরে বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।

দুপুরে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম ও অন্যান্য পদস্থ বিজিবি কর্মকর্তারা। অতিথিরা অধিনায়কের হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এ এস এম আবুল এহসান। তিনি ব্যাটালিয়ন হলরুমে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রীতিভোজে অংশ নেন।
বক্তৃতায় তিনি বলেন, “সীমান্ত সুরক্ষা ও পার্বত্যাঞ্চলের শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে ৪৩ বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
এসময় তিনি ৪৩ বিজিবির আওতাধীন ৪৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষাসহ অপারেশন উত্তরণের আওতায় পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে সকল দপ্তর ও প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খালিদ ইবনে হোসেন, ৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি, বিএসবি গ্রুপ কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিনসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ৪৩ বিজিবির উপ-পরিচালক নূর আহম্মদ। তিনি ব্যাটালিয়নের কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০০২ সালে যাত্রা শুরু করা ৪৩ বিজিবি ব্যাটালিয়ন ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে রামগড়ে স্থায়ীভাবে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাটালিয়নটি সীমান্ত সুরক্ষা ও পার্বত্যাঞ্চলের শান্তি বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।