রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ার পর সেনা সদর দপ্তর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে আটক করে সেনা হেফাজতে নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক তদন্ত আদালত গঠন করা হয়েছে।

সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ জুলাই রাজধানীর উত্তরার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া, উক্ত কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টিও সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিয়ম ভঙ্গের আওতায় পড়ে। এই ব্যত্যয়ের কারণ অনুসন্ধানে পৃথক একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। উভয় তদন্ত আদালতের সুপারিশের ভিত্তিতে সেনা আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে রাজনৈতিক কার্যকলাপের কোনো স্থান নেই। এ ধরনের ঘটনায় জড়িত কোনো সদস্যের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বিগত বছরগুলোতে বিভিন্ন সময় সেনাবাহিনীর সদস্যদের রাজনৈতিক যোগাযোগের অভিযোগ সামনে এলেও প্রতিষ্ঠানটি বরাবরই কঠোর অবস্থান গ্রহণ করে আসছে। এটি বাহিনীর সাংবিধানিক দায়বদ্ধতা ও পেশাদারিত্বেরই প্রতিফলন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।