শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
![]()
নিউজ ডেস্ক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ আগস্ট) ভোররাতে মায়াকাশি সীমান্ত এলাকায় ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২,৫৭২টি মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় চোরাকারবারিরা সীমান্ত এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও জব্দ করা মালামাল ময়মনসিংহ ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে আসা হয়।
বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান সাংবাদিকদের জানান, জব্দকৃত মোবাইল ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি একত্রিশ লাখ ষাট হাজার টাকা। এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি’র তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শেরপুর সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে মোবাইল ফোন, গরু, ওষুধসহ বিভিন্ন পণ্য চোরাচালানের অভিযোগ রয়েছে, যা ঠেকাতে নিয়মিত অভিযান চালাচ্ছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।