ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি নিয়ে বিভ্রান্তি: অবস্থান ব্যাখ্যা করে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি নিয়ে বিভ্রান্তি: অবস্থান ব্যাখ্যা করে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি নিয়ে বিভ্রান্তি: অবস্থান ব্যাখ্যা করে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাঁচটি প্রতিরক্ষা কলোনীর জমি নিয়ে সম্প্রতি সৃষ্টি হওয়া বিভ্রান্তিকর পরিস্থিতি ও গুজবের প্রেক্ষিতে আজ বুধবার (৬ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছে সেনাবাহিনী।

ঘটনাস্থল হিলির মোড় সেনা ক্যাম্পে আয়োজিত এ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর এরিয়া সদর দপ্তরের মিলিটারি ফ্যামিলি রিহ্যাবলিটেশন অফিস (এমএফআরও)-এর কর্মকর্তা মেজর নাজমুল হায়দার। তিনি বলেন, সংশ্লিষ্ট জমিগুলো সম্পূর্ণরূপে সরকারি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ; এগুলো কোনোভাবেই ব্যক্তি মালিকানাধীন নয়।

তিনি অভিযোগ করেন, কিছু দালাল ও স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে এই জমিতে অবৈধভাবে বসতি স্থাপনের চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমএফআরও আইনের বাইরে কোনো কর্মকাণ্ড পরিচালনা করছে—এমন অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারেনি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জমিগুলো তিন বাহিনীর কল্যাণে সরকার নির্ধারিত নিয়মনীতি অনুযায়ী ব্যবহৃত হচ্ছে এবং যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ২৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর এ শহীদ ফারাবী, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন, ওসি (তদন্ত) শহিদুল ইসলামসহ অনেকে।

উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে ঘোড়াঘাট উপজেলার কিছু এলাকায় প্রতিরক্ষা কলোনীর জমি নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছিল, যা স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর নজরে আসে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।