রংপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২ জন
![]()
নিউজ ডেস্ক
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে রংপুর ও খুলনায় পরিচালিত পৃথক যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
রংপুর শহরের ধাপ এলাকায় গতকাল (৬ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে চালানো অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে চাঁদাবাজি ও অস্ত্র সংরক্ষণের অভিযোগে ৪৩ বছর বয়সী পাভেল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই রাতে আনুমানিক ৩টার দিকে খুলনা শহরের পূর্ব বানিয়া খামার এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এতে ১টি শটগান, ২ রাউন্ড গুলি, মাদকদ্রব্য এবং গোলাবারুদ তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য উদ্ধারসহ ৪০ বছর বয়সী জয়নুল আবেদীন জনি নামের একজন সন্ত্রাসীকে আটক করা হয়।

দুটি অভিযানেই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অংশগ্রহণ করে। তাদের এই সুনির্দিষ্ট ও গোয়েন্দা-ভিত্তিক কার্যক্রমে সন্ত্রাস ও অস্ত্র চক্রের গুরুত্বপূর্ণ দুই সদস্য ধরা পড়ে।
প্রসঙ্গত, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে গোপন তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের নিরাপত্তায় সেনাবাহিনী বদ্ধপরিকর এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।