বাজার ফান্ডের ঋণ কার্যক্রম চালুর দাবিতে রাঙামাটিতে জেলা প্রশাসকের সঙ্গে কমিটির সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে ৬ বছর ধরে বন্ধ থাকা বাজার ফান্ড এলাকার ঋণ কার্যক্রম ও বন্দোবস্তি প্রক্রিয়া অবিলম্বে চালুর দাবিতে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছে “বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি”। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফের সঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় তারা জানান, কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও কেবল আমলাতান্ত্রিক জটিলতায় বাজার ফান্ডের ঋণ কার্যক্রম ও বন্দোবস্তি প্রক্রিয়া প্রায় ৬ বছর ধরে বন্ধ রয়েছে, যা ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলেছে।
জেলা প্রশাসক বলেন, “আমি বিষয়টি বিভাগীয় কমিশনারকে অবহিত করেছি এবং আগামী এক-দুই দিনের মধ্যেই জেলা প্রশাসকের পক্ষ থেকে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।”
কমিটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তিন পার্বত্য জেলায় বাজার ফান্ডের ঋণ কার্যক্রম ও বন্দোবস্তি প্রক্রিয়া চালু না হলে পাহাড়ের সব বাসিন্দাকে নিয়ে রাজপথে নামবে তারা।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ অক্টোবর খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের এক চিঠির প্রেক্ষিতে প্রশাসন পার্বত্য চট্টগ্রামের বাজার ফান্ড এলাকার বন্ধকী ঋণ কার্যক্রম বন্ধ করে দেয়। শতবর্ষ ধরে চালু থাকা এ ব্যবস্থায় প্রায় ৪০ হাজার ব্যবসায়ী উপকৃত হতেন। ঋণ কার্যক্রম বন্ধ থাকায় ইতোমধ্যে শতাধিক ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তা আর্থিক সংকটে পড়ে ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছেন।
১৯৩৭ সালের বাজার ফান্ড ম্যানুয়েল অনুযায়ী পরিচালিত এ ফান্ড পার্বত্য অঞ্চলের ব্যবসা ও বাজার ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।