পাহাড়ে সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি ও গুম-খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক এক সেমিনারে দেশের বরেণ্য আলেমে দ্বীন মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানি বলেছেন, “এক দেশে দুই আইন চলতে পারে না। ৬১ জেলার আইনে ৬৪ জেলা চলবে।”
তিনি আরো উল্লেখ করেন, ফ্যাসিবাদী সরকারের তথাকথিত শান্তিচুক্তির নামে বাঙালিদের ওপর সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি, অপহরণ, গুম ও খুন চালিয়ে যাওয়া চলবে না। মুসলিম জাতিকে তথাকথিত শান্তিচুক্তির কালো আইনের নামে বর্বরোচিত ও সন্ত্রাসী হামলায় শাসন করার দিন শেষ হয়েছে।
তিনি সবাইকে বিশেষ করে ইমাম, ওলামা ও মশায়েখদের ঐক্যবদ্ধ হয়ে এসব অপরাজনীতি ও অপশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বান জানান। বাঙালি জাতির অহংকার ও বিশ্ব প্রশংসিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে মাদানি বলেন, “আপনারা সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের কঠোর হস্তে মোকাবিলা করুন এবং দমন করুন।”

রোববার (১০ আগস্ট) বিকেলে মানিকছড়ি উপজেলা অডিটোরিয়ামে আল-আমানাহ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি।
অনুষ্ঠানে আল-আমানাহ সংস্থার সভাপতি হাফেজ শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। যৌথ সঞ্চালনা করেন মুফতি মাঈন উদ্দিন জামিল ও তারেকুজ্জামান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি মাহমুদুল হাসান গুনবী, ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মো. মহি উদ্দীন কিশোর, মাওলানা নুর মোহাম্মদ, ক্বারী ওসমান গনি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা অলিউল্লাহ, মুফতি রবিউল ইসলাম শামীম ও মহিউদ্দিন বিন সুরুজ প্রমুখ।
সেমিনারে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পার্বত্য এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।