মন্ত্রনালয়ে পাঠানো সেই বিতর্কিত চিঠি প্রত্যাহার করলেন রাঙামাটির জেলা পরিষদ চেয়ারম্যান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার জমির রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় হেডম্যান প্রতিবেদনের বাধ্যবাধকতা নিয়ে নির্দেশনা/মতামত চেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে পাঠানো বিতর্কিত সেই চিঠি চিঠি প্রত্যাহার করেছেন। বিষয়টি এলাকায় তীব্র সমালোচনার জন্ম দেয়।
গত ২৯ জুলাই ২০২৫ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে দেওয়া ওই চিঠিতে চেয়ারম্যান দাবি করেন, আদালতের রায় অনুযায়ী জমি হস্তান্তরের অনুমোদনের ক্ষেত্রে হেডম্যানের প্রতিবেদন ছাড়া অনুমোদন দিলে ভূমি সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।
এরপর বিষয়টি নিয়ে স্থানীয় বাঙ্গালি সম্প্রদায়, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া, আজ মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে ওই বিতর্কিত চিঠি প্রত্যাহারে তাকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা।
হেডম্যান রিপোর্টে মন্ত্রণালয়ের মতামত চাইলেন চেয়ারম্যান, বাঙ্গালিদের কি বাজার ফান্ডের পরিণতি হবে?
বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করে সাউথইস্ট এশিয়া জার্নাল।
সমালোচকরা বলেন, চিঠিটি সংবিধান ও ভূমি আইনের পরিপন্থী এবং আদালতের রায়কে অগ্রাহ্য করার উদ্যোগ। তারা দাবি করেন, হেডম্যান প্রথা একটি বৈষম্যমূলক উপনিবেশিক যুগের অবশিষ্টাংশ, যা বাঙ্গালিদের ভূমি ক্রয়-বিক্রয়ে ব্যাহত করছে।
এরপরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে জেলা পরিষদ। বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান স্বাক্ষরিত একটি নতুন চিঠি মন্ত্রনালয়ে প্রেরণ করে করে পূর্বের নির্দেশ প্রত্যাহার এবং মন্ত্রণালয়ের মতামত চাওয়ার প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হয়।
এই ঘটনায় পার্বত্য এলাকার ভূমি প্রশাসন ও জনগণের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।