খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলি, ১ জন নিহতের খবর

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলি, ১ জন নিহতের খবর

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলি, ১ জন নিহতের খবর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের জগপাড়া ও মধুরঞ্জন পাড়ায় গত দুই দিন ধরে দুই সশস্ত্র সংগঠন—ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)—এর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পিসিজেএসএসের এক সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ১০ আগস্ট থেকে ১১ আগস্ট সকাল পর্যন্ত বিভিন্ন দফায় দুই পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। এ সময় ইউপিডিএফের গুলিতে পিসিজেএসএসের সশস্ত্র সদস্য রুপেস তংচঙ্গ্যা (রাজস্থলী, রাঙ্গামাটি) নিহত হন। রুপেস তংচঙ্গ্যা সম্প্রতি পানছড়ি লোগাং ও দুধুকছড়া এলাকায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে সক্রিয় ছিলেন।

অপরদিকে, পিসিজেএসএস দাবি করেছে, তারা গত ১০ জুলাইয়ের সংঘর্ষে ইউপিডিএফের দুই সদস্যকে হত্যা করেছে। তবে এই দাবির স্বাধীন কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, টানা গুলির শব্দে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে এলাকা থেকে পালিয়ে গেছেন। গুলিতে বহু গৃহপালিত পশু এবং বসতবাড়ির মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর ইউপিডিএফ সদস্যরা ঘটনাস্থল থেকে রুপেস চাকমার লাশ, অস্ত্র, টাকা ও সরঞ্জামাদি উদ্ধার করেছে।

এই ঘটনায় দুই পক্ষ সোশ্যাল মিডিয়ায় একে অপরকে মিথ্যাচার ও অপপ্রচার চালানোর অভিযোগ দিচ্ছে। পানছড়ির আইনশৃঙ্খলা বাহিনী এখনও রুপেস তংচঙ্গ্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।