নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে বিজিবির নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫।
উপজেলার সালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে নাইক্ষ্যংছড়ির ৫টি ইউনিয়নের বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খেলোয়াড়রা।
গতকাল রবিবার (১৭ আগস্ট) উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে বাইশারী ইউনিয়ন ৩-১ গোলে ঘুমধুম ইউনিয়নকে পরাজিত করে। অপর ম্যাচে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ২-০ গোলে দোছড়ি ইউনিয়নকে হারিয়ে জয় লাভ করে।

খেলার উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি জোনের উপ-অধিনায়ক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার, নাইক্ষ্যংছড়ি থানার ওসি, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি উছাই মং মারমা, যুব ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মাহবুব ইলাহী, উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এবং বিজিবি সদস্যরা।

প্রথম দিনের খেলাগুলো উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আগামী ১৮ ও ২০ আগস্ট টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা প্রতিবছরই পাহাড়ি-বাঙ্গালী তরুণদের একত্রিত করে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।