মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে আরাকান আর্মির ২ সহযোগী আটক

মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে আরাকান আর্মির ২ সহযোগী আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে আরাকান আর্মির ২ সহযোগী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে আরাকান আর্মির ২ সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার তুমব্রু পশ্চিম কুল চেকপোস্টের কাছ থেকে বিজিবির তুমব্রু বিওপির সদস্যরা তাদের আটক করেন।

সোমবার (১৮ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মিয়ানমারের মংডু টাউনশিপের ডেকুবুনিয়া গ্রামের উছলা চাকমার ছেলে উলাই চাকমা (২৪) এবং রাঙ্গামাটি শহরের জ্ঞান রঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।