ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করেছে বিজিবি। সোমবার ভোররাতে অভিযান পরিচালনা করে এই পণ্য জব্দ করা হয়।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৯ হাজার ৫২০টি ভারতীয় কসমেটিকস সামগ্রী, ১৮ হাজার ৩০০টি আইবল ক্যান্ডি এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। জব্দ মালামালের মূল্য ৭৭ লাখ ৪৩ হাজার ৪শ টাকা। জব্দ মালামাল আখাউড়া কাস্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে কোনও ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক রয়েছে।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।