খাগড়াছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ

খাগড়াছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ

খাগড়াছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে।

গতকাল বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম-এর নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মো. আশেক এলাহির নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার চৌধুরীপাড়া এলাকা হতে ভারতীয় চকলেট, ঔষধ ও পারফিউমসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৮ হাজার টাকা।

জব্দ করা পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম জানিয়েছেন, “অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।