মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
মিজোরামের সাইখুমফাই এলাকায় আসাম রাইফেলসের কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভাফাই ও সাইখুমফাই সীমান্তবর্তী অঞ্চলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আসাম রাইফেলস জানিয়েছে, অভিযানে একটি হেকলার অ্যান্ড কচ জি-৩ অ্যাসল্ট রাইফেল, একটি ম্যাগাজিন, পাঁচটি ৪০ মিলিমিটার গ্রেনেড, একটি থার্মোবারিক আরপিজি গ্রেনেড, একটি হ্যান্ড গ্রেনেড, একটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার এবং .২২ বোরের ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় পুলিশ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় আসাম রাইফেলস।
উল্লেখ্য, মিজোরামের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি ও অস্ত্র লেনদেনের অভিযোগ উঠে আসছে। এ ধরনের অভিযান সেসব তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।