এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৫৬

এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৫৬

এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৫৬
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৫৬ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, ১৪ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসব অভিযানে সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, ছিনতাইকারী, দুষ্কৃতিকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তরা ধরা পড়ে।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৬টি হ্যান্ড গ্রেনেড, ১০৩ রাউন্ড গুলি, ২ রাউন্ড খালি কার্তুজ, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, সিলেটের সাদা পাথরসহ চোরাই মালামাল, মোবাইল ফোন, মোটরসাইকেল এবং নগদ অর্থ জব্দ করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি ভূমিকা রাখছে। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একইসঙ্গে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed