খাগড়াছড়ির সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীনস্থ কচুছড়ি মুখ বিওপির তহলদল এই অভিযান পরিচালনা করে।
বিওপির কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলমের নেতৃত্বে নিয়মিত টহলের সময় ৩২ বছর বয়সী ভারতীয় নাগরিক কামিনী কুমার ত্রিপুরা আটক হন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত কামিনী কুমার ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ী এলাকার শ্রী কেম্পিজি ত্রিপুরার ছেলে।
পরবর্তীতে তাকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।