সুনামগঞ্জে নদীতে বালু ও পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান

সুনামগঞ্জে নদীতে বালু ও পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান

সুনামগঞ্জে নদীতে বালু ও পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটে সাদা পাথর লুটের পর সুনামগঞ্জের সীমান্ত এলাকার যাদুকটা, চলতি ও সুরমা নদীতে বালু ও পাথর লুট ঠেকাতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা ও তাহিরপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, সিলেটের সাদা পাথর থেকে পাথর লুট হওয়ার পর সুনামগঞ্জের সীমান্ত এলাকা এবং যাদুকাটা, চলতি নদীর বালুমহাল; একইসঙ্গে দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বালু ও পাথরমহালের সুরক্ষা দিতে এবং লুট ঠেকাতে বিজিবি অভিযান পরিচালনা করছে। যদিও সুনামগঞ্জে এখন পর্যন্ত কোনো বালুমহাল ও পাথর নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও অধিকতর নিরাপত্তার স্বার্থে অভিযান পরিচালনা করছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৪৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জে ৯০ কিলোমিটার এলাকাজুড়ে সীমান্ত। এই ৯০ কিলোমিটার সীমান্তের সুরক্ষা নিশ্চিত করছে বিজিবি সদস্যরা। সীমান্ত এলাকা থেকে দেড়শ গজ পর্যন্ত এবং ৩০০ গজ পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সব ধরনের অবৈধ পথে চোরাচালান বন্ধ করতে বিজিবি তৎপর রয়েছে। সীমান্ত এলাকা ও নদীতে অভিযান পরিচালনা করে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৪৬ কোটি টাকার ভারতীয় পণ্য ও অবৈধ পথে আনা গরু জব্দ করা হয়েছে। তবে সীমান্ত এলাকায় কাজ করতে কিছুটা বেগ পেতে হয়। সীমান্তে ৫ থেকে ৭ কিলোমিটার এলাকায় মাত্র ২০ জন বিজিবি সদস্য টহল দেয়। তারপরও বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরও জানান, সুনামগঞ্জের সব পর্যটনস্পটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed