পাকুয়াখালী গণহত্যা: ২৯ বছরেও বিচার হয়নি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার পাকুয়াখালীতে ১৯৯৬ সালে শান্তিবাহিনীর হাতে নিহত ৩৬ কাঠুরিয়ার পরিবার এখনও ন্যায়বিচার ও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। হত্যাকাণ্ডের ২৯ বছর পেরিয়ে গেলেও ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত হয়নি।
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে সোমবার (২৫ আগস্ট) রাঙামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে পাকুয়াখালী ম্যাসাকার রিকুপ ফাউন্ডেশন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এসময় নিহতদের স্বজন ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
- ১৯৯৬ সালের পাকুয়াখালী গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত ও বিচার নিশ্চিতকরণ
- প্রতিটি ভুক্তভোগীর রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান
- প্রতিটি ভিকটিম পরিবার থেকে একজনকে সরকারি চাকরির সুযোগ
- প্রতিটি পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা
- প্রতিটি পরিবারের জন্য ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, পাকুয়াখালী গণহত্যা পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞগুলোর একটি। ৩৬ জন হতভাগ্য কাঠুরিয়ার পরিবার এখনো চরম দারিদ্র্য ও অবহেলার মধ্যে জীবনযাপন করছে।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিব হোসেন, সমঅধিকার আন্দোলন রাঙামাটির আহ্বায়ক মো. কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছগির, ছাত্রনেতা নূর তালুকদার মুন্না, নুরুল আফসার ও মো. জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।