সাজেকে বিদ্যুৎহীন গ্রামে সোলার উপহার দিল বিজিবির মারিশ্যা জোন
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হালিমপুর গ্রামে বিদ্যুৎবঞ্চিত মানুষের মাঝে সোলার প্যানেল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদে-বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
আজ সোমবার (২৫ আগস্ট) সকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ স্থানীয় কারবারি সাধন চন্দ্র চাকমার কাছে সোলার সেটগুলো হস্তান্তর করেন।
সোলার সেটটিতে ছিল ১০০ ওয়াটের একটি প্যানেল, ৬০ এমপিআর ব্যাটারি, তার, কন্ট্রোল বক্স ও কন্ট্রোল ক্যাবল।
দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সুবিধাবঞ্চিত পাহাড়ি ও দুর্গম এই গ্রামে স্থানীয়দের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় জোন অধিনায়ক বলেন, জনগণের নিরাপত্তার পাশাপাশি মারিশ্যা জোন বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
