বুধবার থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক, যুক্তরাষ্ট্রের নোটিশ জারি

বুধবার থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক, যুক্তরাষ্ট্রের নোটিশ জারি

বুধবার থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক, যুক্তরাষ্ট্রের নোটিশ জারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ভারতের ওপর মার্কিন শুল্কের হার দাঁড়াবে মোট ৫০ শতাংশ। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে ২৭ আগস্ট (বুধবার) থেকে এই অতিরিক্ত শুল্ক কার্যকর হচ্ছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।

দেশটি জানিয়েছে, এখনও রাশিয়া থেকে ভারতের তেল আমদানি করে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে, তাদের ওপর চাপ প্রয়োগ করাটাই হলো এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

চলতি বছরের অগাস্টের শুরুতে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক হার আরোপ করেছিলেন, পরে তা আরও বাড়ানো হয়। এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছে।

এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থে তার সরকার কোনও আপস করবে না। তিনি সতর্ক করে বলেন, “আমাদের ওপর চাপ বাড়তে পারে, তবে আমরা তা সহ্য করব।”

তিনি আরও বলেন, “আমার সরকার কখনওই ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও পশুপালকদের ক্ষতি হতে দেবে না। যত চাপই আসুক, আমরা নিজেদের শক্তি আরও বাড়াব।”

এ সময় প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে স্বদেশি পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সবার উচিত কেবলমাত্র ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কেনা। ব্যবসায়ীদের দোকানের বাইরে বড় বোর্ড ঝুলিয়ে দেওয়া উচিত যে, তারা কেবলমাত্র স্বদেশি পণ্য বিক্রি করেন।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।