নানিয়ারচরে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

নানিয়ারচরে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

নানিয়ারচরে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন।

বুধবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্নেল মশিউর রহমান নিজ হাতে এ সহায়তা প্রদান করেন।

জোন সূত্রে জানা যায়, নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের এক অসহায় নারীকে এ সহায়তা প্রদান করা হয়।

মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা সেনাবাহিনীর প্রশংসা করেন। তারা জানান, সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড এলাকায় মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি জনগণের পাশে সবসময় সেনাবাহিনী আছে—এ বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

নানিয়ারচর সেনা জোন শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন এবং নিরাপত্তা প্রদানে সবসময় স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করছে। এ কারণে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্নেল মশিউর রহমান বলেন, “যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন জনগণের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে এবং এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।