পাকুয়াখালী গণহত্যার বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটিতে ১৯৮৪ সালের মর্মান্তিক ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডের বিচারসহ ভুক্তভোগী পরিবারের ন্যায়সঙ্গত দাবির বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট স্মারকলিপি দিয়েছে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরে আয়োজিত সভায় সংগঠনের আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন মো. গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালোয়া এবং সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
সভায় ভিকটিম পরিবারের সদস্য হাফেজ মোহাম্মদ বখতিয়ার উদ্দিন তাঁর বক্তব্যে পরিবারের দীর্ঘদিনের বেদনা ও ন্যায়বিচারের দাবি তুলে ধরেন।
স্মারকলিপিতে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়—
১. পাকুয়াখালী হত্যাকাণ্ডের দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিত করা।
২. নিহত কাঠুরিয়াদের রাষ্ট্রীয়ভাবে শহিদি মর্যাদা প্রদান।
৩. প্রতিটি পরিবারকে স্থায়ী আবাসন ও পুনর্বাসনের ব্যবস্থা।
৪. নিহত প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরির সুযোগ প্রদান।
৫. আজীবন রেশন সুবিধা নিশ্চিতকরণ।
৬. ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড রোধে পাহাড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পার হয়ে গেলেও নৃশংস হত্যাযজ্ঞের বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো এখনো শোক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
