মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত শুক্রবার আনুমানিক রাত ১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মোঃ আকাশ ওরফে শাকিল, রায়হান এবং সজীব নামের তিনজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

অভিযানে ১টি ৭.৬৫ মি.মি. মার্কিন পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩টি ওয়াকি টকি সেট, ১টি ডামি পিস্তল এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলার অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছিল।

একই সময়ে খুলনা শহরের লবনচোরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত আরেকটি যৌথ অভিযানে বিস্ফোরক মামলাসহ মোট ৫টি মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করা হয়। এ সময় অভিযানে ১টি শটগান, ৯ রাউন্ড গুলি এবং ১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদ ও সাউন্ড গ্রেনেড বাংলাদেশ পুলিশের হারানো সরঞ্জামের অংশ।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে তারা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।