অবৈধভাবে পাচারকালে পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে অবৈধ ভাবে পাচারকালে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।
শনিবার বিকেলে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৬০ ঘনফুট সেগুনের গোলকাঠ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কাঠগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে আনা হয়েছে।
জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজিবির লোগাং জোন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও বনজ সম্পদ পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। স্থানীয়দের সহযোগিতায় এসব অভিযান আরও জোরদার করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।