চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালী থানার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ২টি শটগান ও ১৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
সেনা সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জলদস্যুদের একটি গোপন আস্তানায় এ অভিযান চালানো হয়। জলদস্যু চক্রটি কর্ণফুলী নদীকে ঘিরে মাদক চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সেনাবাহিনী জানিয়েছে, জলদস্যু চক্রের সম্পূর্ণ নেটওয়ার্ক চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্যও আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।