ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসী আটক

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসী আটক

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোপালঘাটিয়া ও নোয়াহাট এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোন পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র-গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক অভিযানে একজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ফটিকছড়ির নোয়াহাট এলাকায় প্রথম অভিযান পরিচালিত হয়। এসময় একটি বাড়ি তল্লাশী করে প্রায় ২৫–৩০টি ধারালো ছুরি, চাপাতি, কুড়াল ও দা উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কোনো সন্ত্রাসীকে আটক করা সম্ভব হয়নি।

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসী আটক

পরবর্তীতে ফটিকছড়ির গোপালঘাটিয়া এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে খিরাম আর্মি ক্যাম্পের সেনা টহল দল। এ অভিযানে একজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়।

এসময় তার হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১ রাউন্ড ব্ল্যাংক অ্যামুনিশন, ২ রাউন্ড ব্ল্যাংক কার্টিজ, ১৯৯ রাউন্ড ০.২২ ক্যালিবার অ্যামুনিশন, একটি ওয়াইন বোতল, ২টি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, একটি পেনড্রাইভ, ৩টি দা, একটি চাবুকের চেইন, একটি রাবার স্টিক, ২টি ড্যাগার, একটি ০.২২ রাইফেলের বাট, ২টি সিম কার্ড এবং একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা সবসময় অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।